জমজমাট প্রতিবেদক
কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আজ সোমবার (৫সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা গার্ড অব অনার প্রদান করা হয়। পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান এই গীতিকবিকে।
এরপর দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে তার মরদেহ। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে’ এই কিংবদন্তিকে।
গাজী মাজহারুল আনোয়ার রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে মারা যান।
তিনি গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন তিনি। গাজী মাজহারুল আনোয়ার পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
তার কালজয়ী গানের তালিকায় রয়েছে, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার’, ‘এক তারা তুই দেশের কথা’, ‘গানের কথায় স্বরলিপি লিখে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘এই মন তোমাকে দিলাম’, ইত্যাদি।
Leave a Reply