রঞ্জু সরকার
ছোট বেলা থেকে স্বপ্ন দেখেন চলচ্চিত্রের নায়িকা হবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ঢাকায় আসেন মোহনা। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘বিট্রে’ সিনেমা মাধ্যমে রোশানের নায়িকা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন মোহনা।
মোহনা বলেন, ছোট বেলায় থেকে সিনেমায় দেখতে দেখতে সিনেমায় কাজ করতে স্বপ্ন দেখতে থাকি। বাবা মাও আমার আগ্রহ দেখে নাচ গান শিক্ষায়। তারপর একটু বড় হলে আমি নিয়ে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে এসেছে। তার একটা সময় ঢাকা চলে আসি।
তারপর থেকে মিডিয়াতে কাজ করতে থাকি। এখন খুব ব্যস্ত সময় পার করছি নাটক, টিভিসি করে। এই মধ্যে সিনেমার জন্য নিজেকে তৈরি করছিলাম। হঠাৎ করে পরিচালক মোহাম্মদ ইকবাল ভাই তার সিনেমা ‘বিট্রে’ প্রস্তাব দেয়। আমি গল্পটা পরে ভালোলাগে তাই রাজি হয়ে যাই।
‘বিট্রে’ নিয়ে যা মোহনা বলেন, এই সিনেমা করতে গিয়ে ছয় মাাস আর কোনো কাজ করি নাই। ‘বিট্রে’ সিনেমার জন্য নিজেকে তৈরি করছে। এখন মুক্তি পেলে বুঝতে পারবো কতটা তৈরি হতে পারছি সিনেমার জন্য।
জানা গেছে সামনে আরও কয়েকটা সিনেমা সঙ্গে চুক্তি হয়েছেন মোহনা।
Leave a Reply