সম্প্রতি হোতাপাড়া খামার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘থাকতে বন্ধু লইলা না খবর’। মোহাম্মদ হানিফ খান এর কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন রাশেদুল হাসান কায়েস। এতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ। মডেল হয়েছেন নওমী খান ও সাজ্জাদ চৌধুরী। মিউজিক ভিডিওটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে। পরিচালনা করেছেন এস এম আল-আমিন কবির। ভিডিও চিত্রায়ণে ছিলেন জাহিদ হাসান ও এস এ সজীব।
মিউজিক ভিডিও প্রসঙ্গে নওমী খান বলেন, ‘হোতাপাড়া খামার বাড়িতে রোমান্টিক ঘরোনার এই মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ হয়েছে। গানের কথাগুলো সুন্দর। আমাদের রসায়নও ভালো ছিল। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক পছন্দ করবে।’
সাজ্জাদ চৌধুরী বলেন, ‘ভালো একটা গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। গানের কথাগুলো চমৎকার। আশা রাখছি সবাই গান ও মিউজিক ভিডিও পছন্দ করবে।’
Leave a Reply