ছোটপর্দার অভিনেতা কল্যাণ কোরাইয়া। এরইমধ্যে অভিনয়ের মাধ্যমে দর্শকের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। ছোটপর্দার পরিধি ছাপিয়ে কল্যাণ কাজ করেছেন চলচ্চিত্রেও। বর্তমানে এ অভিনতো কাজ করছেন খন্ড ও ধারাবাহিক নাটকে। গত ঈদে চারটি নাটকে দেখা গেছে তাকে। সম্প্রতি শেষ করেছেন ‘রকি দ্যা গ্রেড’ নাটকের কাজ।
কল্যাণ জমজমাটকে বলেন, ‘করোনাকালীন বেশ ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে কাজ করার। প্রতিটি ইউনিটে লোক সংখ্যা কমিয়ে কাজ হচ্ছে। মাস্ক পরার কারনে মেকআপ নষ্ট হয়ে যায়। কিন্ত কিছু করার নেই পড়তে হচ্ছে।’
বর্তমানে ভালো নাটক হচ্ছে জানিয়ে এ অভিনেতা বলেন, আগের চেয়ে বর্তমানে ভালো নাটক নির্মাণ হচ্ছে। গল্প নির্ভর নাটক নির্মাণের চেষ্টা করছেন সবাই। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই কাজ হচ্ছে। কল্যাণের ছোটবেলা স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি অন্য রকম টান ছিল। তবে সেই স্বপ্নটা অধরাই রয়ে গেল এ অভিনেতার। তবে এতে তার আক্ষেপ নেই।
Leave a Reply