রঞ্জু সরকার
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পাচ্ছে অনেক গান ও নাটক। এরই ধারাবাহিকতায় এসেছে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহার কণ্ঠে ‘পূজোয় ছুটি নাই’।
শনিবার (১ অক্টোবর) বিপ্লব সাহা ও বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
এ গানটি লিখেছেন জীবন ফারুকী। এতে সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটি প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও আকারে।
ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা আজম খান, শিপন মিত্র, এন কাজলসহ একঝাঁক মডেল।
বিপ্লব সাহা বলেন, ‘এপার-ওপার দুই বাংলার একঘেয়েমি পূজার গানে যারা ক্লান্ত, আমাদের গানটি তাদের জন্য। এটি কোনো গান নয়, অগণিত চাকরিজীবী মানুষের মনের কথা, যারা ছুটি পান না। দূর থেকে আমাকে উদ্যোক্তা বা ব্যবসায়ী মনে হলেও আমিও একজন চাকরিজীবী। আমার বস ঈশ্বর।’
Leave a Reply