জীবিকার তাগিদে মুক্তিযোদ্ধার সন্তান মীর সাব্বির ঢাকায় আসেন। নিজের কাছের বন্ধু দ্বারা চক্রান্তের স্বীকার হয়ে একটি পা হারান তিনি। আবার গ্রামে ফিরে যান। গ্রামে গিয়ে স্ত্রীর দেওয়া চায়ের দোকানে বসেন তিনি। একটি পা হারলেও স্ত্রী তাকে ছেড়ে যায় না বরং তাকে নানাভাবে মানসিক শক্তি যোগান। এমনি এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘স্বামী স্ত্রীর গল্প’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহাগ কাজী। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দর্শক নন্দিত অভিনেতা মীর সাব্বির, প্রিয়াঙ্কা জামান ও বড় পর্দার খল-অভিনেতা ডন।
নাটকটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘বাস্তবধর্মী গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম শিউলী। যে কিনা সব সময় স্বামীর পকেট থেকে টাকা চুরি করে। আশা করি দর্শক নাটকটির মাধ্যমে ভালো কিছু বার্তা পাবেন।’
নির্মাতা সোহাগ গাজী জানান, আজ রাত ৯টায় নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে।
Leave a Reply