টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। নানি সুচিত্রা ও মা মুনুমনের খ্যাতির বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে তিনি মুগ্ধ করেছেন বাংলা সিনেমার দর্শক। এবার চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে।
পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ওয়েব সিরিজ়ে চন্দ্রমুখীর চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল সোহিনী সরকারকে। তবে শেষ পর্যন্ত রাইমাকে বেছে নেওয়া হয়েছে। সিরিজ়ে তাঁর চরিত্রটি ঘিরেই দানা বাঁধবে রহস্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্রদের কেন্দ্র করে তৈরি এই ফিকশনের প্লটে বড়সড় পরিবর্তন আনা হয়েছে শেষ মুহূর্তে, তাই চরিত্রেও রদবদল করা হয়েছে। লুক সেট হয়েছে সম্প্রতি।
দেবদাসের চরিত্রে অর্জুন চক্রবর্তী, পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকার। প্রেম ও এক রহস্যজনক খুনের গল্প নিয়ে সিরিজ়। রহস্য গড়াবে কলকাতা ছাড়িয়ে পাহাড়ে, যেখানে চন্দ্রমুখীর সঙ্গে দেখা হয় দেবদাসের। এই দেবদাসের মদ্যপানের নেশা নেই। তবে কীসের নেশায় আসক্ত সে? রহস্য সেখানেই। পাহাড়ে আউটডোরের পরিকল্পনা চলছে। আগামী মাসেই শুটিং শুরু হওয়ায় কথা এই সিরিজ়ের।
Leave a Reply