হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী অভিনেতা সাদেক বাচ্চু। হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনেতা সাদেক বাচ্চু ভাই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
জানা গেছে, রবিবার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল তাঁর। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকে। পরে রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে, অক্সিজেনের সাহায্য শ্বাস, প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানার পর মূল চিকিৎসা শুরু হবে।
Leave a Reply