সম্প্রতি পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘চোখের কার্নিশে’। বাংলা গানের যুবরাজ আসিফ আকবারের সাথে গানটিতে দ্বৈত কন্ঠ দিয়াছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। মাহবুব রহমান এর কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শামীম মাহমুদ। এতে মডেল হয়েছেন অন্তু করিম, আরিয়ানা জামান ও সাদিয়া জান্নাতী। গল্প লিখেছেন শাওন খান অর্ক। পরিচালনা করেছেন মোহন ইসলাম।
মিউজিক ভিডিও প্রসঙ্গে সাদিয়া জান্নাতী বলেন, ‘পূবাইলের বিভিন্ন লোকেশনে রোমান্টিক ঘরোনার এই মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ হয়েছে। গানের কথাগুলো সুন্দর। আসিফ ভাইয়ের গানের মডেল হবার ইচ্ছে অনেক আগে থেকে অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। মিউজিক ভিডিওতে আমাদের রসায়নও ভালো ছিল। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক পছন্দ করবে। খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি বেষ্ট মিডিয়ার ব্যানারে প্রকাশ পাবে।’
Leave a Reply