কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ। চার দশকের কাছাকাছি সময় ধরে তার নিমজ্জণ গল্প, কবিতা, নাটক, ছড়া, আর গান রচনার ভুবনে। প্রতি বছরই একুশে বই মেলায় তার নতুন বই বের হয়। আগামী বই মেলায়ও নতুন বই বের হবে। বর্তমানে নতুন বই লেখা নিয়ে ব্যস্ত আছেন তিনি। মুজতবা আহমেদ মুরশেদ আজ (১০ সেপ্টেম্বর) শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট অফিসে আসেন। আগে থেকেই ক্রাউন সম্পর্কে অবগত কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ। এরইমধ্যে তার লেখা বেশ কিছু নাটক প্রচার হয়েছে। নতুন খবর হচ্ছে খুব শীঘ্রই তার লেখা গল্পে একটি নাটক নির্মাণ করবেন ক্রাউন এন্টারটেইনমেন্ট।
ক্রাউনকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, ‘ক্রাউন মানেই সম্মান। শিল্পীরা সম্মান চায়। ক্রাউন সেই সম্মান দিচ্ছে। যতদূর অবগত হয়েছি করোনাকালে এ প্রযোজনা প্রতিষ্ঠানটি নাটকের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। ক্রাউনের পথচলায় আমার পক্ষ থেকে শুভ কামনা।’
Leave a Reply