সম্প্রতি মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী মোহাম্মাদ মিলনের নতুন গানের মিউজিক ভিডিও ‘সাদাকালো প্রেম’। গানের কথা লিখেছেন সাংবাদিক আকাশ নিবির। সুর করেছেন মোহাম্মাদ মিলন নিজেই, সঙ্গীত করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তুহিন ও সুমি। চিত্রগ্রহণ করেন কাওছার আহমেদ এবং গানটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ম্যাক্সব্যাক এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
মোহাম্মাদ মিলন বলেন, ‘গানটি দুই বছর আগে করা হলেও গানের কথাগুলি অনেক সুন্দর। মিউজিক করেছেন আমার বন্ধু এমএমপি রনি। গানটিতে দর্শক নতুনত্ব খুঁজে পাবে।’
গীতিকার আকাশ নিবির বলেন, ‘মোহাম্মাদ মিলন গান গাওয়ার পাশাপাশি ভালো সুর করেন। আশা করি তার নতুন গানটি সবার পছন্দ হবে। তবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান গানটির রেকর্ডিং এর সময় খুব প্রশংসা করেছিলেন। বাংলা গানের শ্রোতাদের শুনতে অনুরোধ করেন তিনি।’
গানটিতে শুনতে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=gNMHSGaDqfs&feature=youtu.be&fbclid=IwAR15f6m7_zlV151iNhO0LSYrUKJ-NOuwm_fUswx3A4xh85uOji4Jg3o94is
Leave a Reply