সালহা খানম নাদিয়া। বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও বর্তমানে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি নাদিয়া শেষ করলেন ‘ইচ্ছে দহন’ শিরোনামের একটি একক নাটকের কাজ। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাদিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও সজল।
নাটকের গল্পে দেখা যাবে, তারিক আনাম খান নারী পাচারকারী। অন্যদিকে নাদিয়ার মা বিয়ে করেন এক নাইটগার্ডকে। যে কিনা মাতাল ও খারাপ লোক। সে টাকার লোভে নাদিয়াকে জোর করে বিয়ে দেয় নারী পাচারকারী তারিক আনামের সঙ্গে। তারিক ঠিক করে নাদিয়াকে কিভাবে পাচার করা যায়। এভাবেই গল্পটি এগিয়ে যাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
Leave a Reply