চলতি বছরের শুরুতে মনির খান ‘অঞ্জনা-২০২০’ শিরোনামের গানটি দিয়ে দর্শক শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন। এ বছর গান নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। এ ধারাবাহিকতায় নতুন গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান। শিরোনাম ‘বুলবুলির মা’। গানটি লিখেছেন নীহার আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন আল আমিন খাঁন।
রংধনু মিউজিক এর প্রযোজনায় নতুন গানের মিউজিক্যাল ফিল্ম গত মঙ্গলবার রংধনু মিউজিক ইউটিউবে প্রকাশিত হয়। পরিচালনা করেছেন বিশাল আহমেদ ফরহাদ। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রমজান হোসেন।
গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘গীতিকবি নীহার আহমেদ গানের কথা গুলো গ্রামের মেয়ের চঞ্চলতার মনভাব নিয়ে লিখেছেন আমার অনেক ভালো লেগেছে লিরিকটি। আশা করি সকল শ্রেণির মানুষের গানটা ভালো লাগবে।
Leave a Reply