জমজমাট প্রতিবেদক
ঈদ আসলেই জমে উঠে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি। বাহারি পোশাকে সাজতে দেখা যায় দেশের জনপ্রিয় সব মডেলদের।দেশের স্বানামধন্য সব প্রতিষ্ঠানের ফটোশ্যুট ও র্যাম্পে ব্যস্ত হয়ে পরেন তারকারা। এরই ধারাবাহিকতায় একঝাঁক তারকা নিয়ে রাজধানীতে হয়ে গেল স্বনামধন্য পোশাক ব্যান্ড রয়েল মালাবারের ঈদ ফটোশুট।
জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নেন এ সময়ের টপ মডেল তানজুমা আফরোজ আঁখি, লিন্ডা লিও, নিহাব খান, শিশির সরকার, সৌরভ অভি, জেভা টাকি ও নীভান ফারহানমত একঝাঁক তারকারা। ঈদের ব্যস্ততা ও ফ্যাশনের নানা দিক নিয়ে কথা বলেছেন এ সকল তারকারা।
ফটোশুট নিয়ে গৌতম সাহা বলেন, আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেয়ার এবং নতুন কিছু দেয়ার। রয়েল মালাবারের পোশাক সবসময়ই ভালো হয়। এবারো দারুণ সব কালেকশন নিয়ে এসেছে। সব মিলিয়ে সুন্দর ফটোশুট হয়েছে।
রয়েল মালাবার লাইফস্টাইলের হেড অব মার্কেটিং বুলবুল আহমেদ বলেন, সবসময় আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশ নিয়ে আসতে। এবারের ঈদে আমাদের মেইন চমক আমাদের কালেকশন।
প্রথম রোজা থেকে চাঁদ রাত পর্যন্ত রয়েল মালাবারে ডিসকাউন্ট চলছে বলে জানান প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং বুলবুল আহমেদ।
Leave a Reply