সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী
ঢাকা থেকে প্রকাশিত দৈনিকে প্রথম পৃষ্ঠায় একটা সিনেমার কোয়ার্টার পেইজ বিজ্ঞাপন। কমপক্ষে এক লাখ টাকার। ভেতরে তৃতীয় পৃষ্ঠায় বক্স রিপোর্ট – “(অমুক সিনেমা) ঘিরে ইতিহাসের স্বপ্ন দেখছেন হল মালিকরা”। মানে বিজ্ঞাপনের নামে ঘুষ নিয়ে প্রমোশনাল রিপোর্ট। বিজ্ঞাপনের দাবী – বিশ্বব্যাপী নাকি ওই সিনেমা মুক্তি পাচ্ছে। বিশ্বব্যাপী? বিশ্বের কোন্ কোন্ দেশে কিংবা সিনেমাহলে ঈদের দিন ওই ছবি মুক্তি পাচ্ছে? প্রযোজনা প্রতিষ্ঠান কি ওই তালিকাটা দেবে?
যে সিনেমা নিয়ে ওই রিপোর্ট এটায় কাজ করেছে কোর্টনি কোফ্যেই নামের এক মার্কিন নারী। তার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোফ্যেই নিউইয়র্ক শহরে বাস করে। কিন্তু গোটা ওয়েবসাইটে তার কাজের বিষয়ে কোনো তথ্য নেই – ছবিও নেই। আমেরিকার অভিনেত্রী হয়ে থাকলে তো বাংলাদেশের সিনেমায় কাজ করার আগে আমেরিকায় টুকটাক কাজ করার কথা। কিন্তু ওয়েবসাইট ঘেঁটে এমন কোনো তথ্য পেলাম না। ওই কথিত অভিনেত্রীর ফেইসবুক পেইজটাও ভেরিফাইড নয়। ওর অস্তিত্বই আদতে বাংলাদেশের একটা সিনেমা, যেটা ঈদে মুক্তি পাচ্ছে। যদিও এরইমাঝে এই সিনেমার মুক্তিপ্রাপ্ত গানগুলো মিইয়ে পড়েছে। কারণ, গানগুলো ভালো হয়নি। একদমই ভালো হয়নি। তারপরও হয়তো সিনেমাটা চলবে। কারণ শাকিব খান। আর কোনোই কারণ নেই। তবে এটাও সত্যি, শাকিব খানের ক্যারিয়ারেও প্রচুর ফ্লপ ছবি আছে। এটাও যদি শেষতক একই তালিকায় জায়গা পায় তাহলে একদম অবাক হবো না।
গোটা রোজার মাসজুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে লোড শেডিং এবং আরো নানা ধরনের নাগরিক ভোগান্তির দাপটে আমাদের অনেকেরই কাহিল দশা। যদিও এসবে কোনো মাথা ব্যথা নেই কালো টাকার মালিক, দুর্নীতিবাজ, চোর ছেচ্চড় কিংবা কথিত ভিআইপিদের। দ্রব্যমূল্য যদি এক হাজার গুণও বাড়ে এতেও ওদের কোনো সমস্যা নেই। ওরা তো রোজার মাসে ফাইভস্টার হোটেলে ইফতার-সেহরি খেয়ে-খাইয়েই বিল দিয়েছে লাখ-লাখ এমনকি কোটি টাকা। কিন্তু সমস্যা হলো, যাদের কথা বললাম, ওরা কেউ হলে গিয়ে সিনেমা দেখেননা। ওদের এতো সময় নেই। হলে আমাদের মতো সাধারণ মানুষেরাই যান। তাই আমাদেরকেই কষ্টের টাকায় টিকেট কেটে দেখতে হবে আমেরিকান নায়িকার তকমা লাগানো নকল নায়িকা। এটা দেখেই আমাদের তৃপ্ত থাকতে হবে। আফটার অল, নকল আর ভেজালের মাঝেই তো আমরা বেঁচে আছি।
কোর্টনি কোফ্যেই-এর ওয়েবসাইট লিঙ্ক: https://www.courtney-coffey.com
Leave a Reply