দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরলেন নির্মাতা বি কে শাহীন খান। মাঝে কাজ থেকে লম্বা বিরতিতে ছিলেন। বিরতি শেষে ঢাকার অদূরে পূবাইলে দশটি মিউজিক ভিডিও নিয়ে শুটিংয়ে গেলেন শাহীন। এরইমধ্যে নির্মিত হয়েছে ‘মাশাআল্লাহ’ শিরোনামের মিউজিক ভিডিও। মাহমুদুর রহমান এর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন ‘আমার বুকে যত কষ্ট আছে’খ্যাত নাসির। সংগীত আয়োজন করেছেন জাহিদ বাসার পংকজ। এতে মডেল হয়েছে শিল্পী নাসির ও রোদেলা মির্জা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বি কে শাহীন খান।
শাহীন খান বলেন, ‘আমি কাজ পাগল মানুষ। মাঝে ব্যক্তিগত কারণে কাজ থেকে একটু দূরে থাকতে হয়েছিলো। যার ফলে লম্বা একটা গ্যাপ হয়ে যায়। তবে এখন থেকে নিয়মিত কাজ করবো। দশটি মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ততা। ‘মাশাআল্লাহ’ গানটি খুব শীঘ্রই শিল্পী নাসিরের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি গানের মিউজিক ভিডিওটি সবার পছন্দ হবে।’
Leave a Reply