মডেল-অভিনয়শিল্পী রানা মল্লিক। গত ঈদ ও শোক দিবসের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। রানাকে মাঝে মাঝে মিউজিক ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় রবিবার ঢাকার অদূরে পূবাইলে অংশ নেন নতুন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘ঘুড়ি’। মাহমুদুর রহমানের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন ‘আমার বুকে যত কষ্ট আছে’খ্যাত নাসির। সংগীত আয়োজন করেছেন জাহিদ বাসার পংকজ। এতে রানার বিপরীতে মডেল হয়েছেন সায়মা রুশা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বি কে শাহীন খান।
রানা মল্লিক বলেন, ‘দীর্ঘ দিন পর মিউজিক ভিডিওর মডেল হলাম। বর্তমান ব্যস্ততা নাটক নিয়ে। ভালো গান পেলে নিয়মিত মিউজিক ভিডিওতে কাজ করব। ‘ঘুড়ি’ মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই শিল্পী নাসিরের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি মিউজিক ভিডিওটি সবার পছন্দ হবে।’
Leave a Reply