শিল্প-সংস্কৃতি ও স্বাধীন বাংলার প্রকৃতির ছোঁয়ায় আফরিন ফ্যাশনের পূজা কালেকশন। গ্রাম বাংলার সবুজ প্রাকৃতিক এক অধ্যায় ফুটে উঠেছে আফরিন ফ্যাশনের শাড়িতে। বিভিন্ন রঙের প্রজাপতি, শান্ত নদীর তীর, শিশির ভেজা বুনো ফুল, পাহাড়ি গাছগাছালি, শোভা পেয়েছে বিভিন্ন শাড়িতে।
দূর্গা মায়ের হাসি মুখ, জোছনা, পাহাড়, বুনো বাঁশক্ষেত, দাদির মুখে শোনা ছোট্টোবেলার স্বপ্নের রুপকথার প্রতিচ্ছবিতে সাজানো হয়েছে বিভিন্ন রঙিন পাঞ্জাবি। আফরিন ফ্যাশন হাউস কর্ণধার ইশারা আফরিন মিতু জানান, পোশাকে গ্রাম বাংলার প্রাকৃতিক প্রতিচ্ছবি শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করে যেতে চাই।
মডেল: ইশারা আফরিন মিতু,ক্যাপ্টেন।
Leave a Reply