দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে কাজে ফিরলেন বলিউড সুপারস্টার সালমান খান। যোগ দিয়েছেন ‘রাধে : ইয়োর মোষ্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিংয়ে। গত সপ্তাহে নায়িকা দিশা পাটানির সঙ্গে শুটিংয়ে মুম্বাইয়ের লোনাওয়ালার কাছে আম্বি ভ্যালিতে একটি গানের শুটিংয়ে অংশ নেন এ অভিনেতা।
বলিউড হাঙ্গামার খবর, সিনেমাটির একটি গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি ছিল। ৩ অক্টোবর দিশা জানিয়েছিলেন, তিনি গানের শুটিং শুরু করতে যাচ্ছেন। এর আগে সালমান এনডি স্টুডিওতে কিছু অ্যাকশন দৃশ্যের শুট শেষ করে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। এখন মাত্র দুদিনের শুট হয়েছে। সালমান খান আবার এনডি স্টুডিওতে ফিরবেন ১৫ দিন পর।
সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। ২০১৯ সালের অক্টোবরে পোস্টার মুক্তির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। নতুন করে মুক্তির তারিখ এখনো নিশ্চিত নয়।
Leave a Reply