দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছেড়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। দেশের তারকাঙ্গনের বড় অংশ নিশ্চুপ থাকলেও কেউ তো মুখ খুলেছেন। যেমন অভিনেত্রী শারমিন আঁখি।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘দোষ যতোই পুরুষের হোক ঘুরেফিরে লাঞ্ছিত হতে হয় নারীকে। ধর্ষকেরা সমাজে নিরপরাধ সবার মতো ঘুরে বেড়ায়। কোণঠাসা হয়ে যাচ্ছে নির্যাতিত নারীরা। ভয়ে ভয়ে বেঁচে থাকে তারা, একদিকে মানুষের সমালোচনার ভয় অন্যদিকে পশুরূপী কিছু মানুষের নিষ্ঠুর নির্যাতনের ভয়। আর কতো ভয়ে ভয়ে বাঁচবে নারীরা।’
Leave a Reply