প্রথমবারের মতো গীতিকার ও সুরকার জিয়া উদ্দিন আলমের সুরে গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী প্রতীক হাসান। একটি ফিউশন স্যাড গানের ধারায় তৈরি হওয়ায় নতুন গানে কাজ করেছেন প্রতীক। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে লালমাটিয়ায় রেজয়ান শেখ এর ষ্টুডিওতে। গানটি লিখেছেন তরুণ কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন। সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
প্রতীক হাসান জানান, ‘গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ। প্রথমবার জিয়া উদ্দিন আলমের সুরে গাইলাম। এর আগে তার কথায় অনেক গান গাওয়া হয়েছে। কিন্তু সুরে এই প্রথম গান করেছি। এখন বেছে বেছে কাজ করছি। সামনে নতুন কিছু গানের পরিকল্পনা চলছে।’
গানটি প্রসঙ্গে সুরকার জিয়া উদ্দিন আলম বলেন, ‘গানটি সুর করার সময় পরিকল্পনা করে কাজটি করেছি যে প্রতীক হাসানকে দিয়ে গাওয়াবো আর সেই চিন্তা থেকেই এই ধরনের একটি সুর করার চেষ্টা করেছিলাম। সর্বোপরি গানটি নিয়ে খুব আশাবাদী। কথা ও সুর মিলিয়ে প্রতীক হাসানের গায়কী এক কথায় চমৎকার। আশা করছি শ্রোতারা নিরাশ হবে না।’ জানা গেছে, গানটি খুব শিগগিরই এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানার থেকে মিউজিক ভিডিও সহ প্রকাশ পাবে।
Leave a Reply