টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত পরিচালক রিয়াজুল রিজু। বুধবার রাত ১০টার দিকে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পরে তাকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। রিজুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি নির্মাণ করেন রিয়াজুল রিজু। চলচ্চিত্রটি সে বছর ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা চলচ্চিত্র পরিচালক’ সহ আটটি বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এছাড়াও তিনি বেশ কিছু নাটক ও টেলিভিশন নাটক নির্মাণ করেছেন।
Leave a Reply