ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা সম্প্রতি ‘চান মিয়ার আংটি বদল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন তিনি। এই নাটকে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে আংটি বদল করতে দেখা যাবে শিরিন শিলাকে। সোমবার গাজীপুর জেলার পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।
শিরিন শিলা বলেন, ‘প্রথমবার নাটকে কাজ করলাম। মজার ব্যাপার হচ্ছে প্রথম নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছি প্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাইকে। ছোটবেলা থেকে জাহিদ ভাইয়ের অভিনয় ভালো লাগে। তার অসম্ভব একজন ভক্ত। শুরুতে প্রিয় অভিনেতার সাথে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। জাহিদ ভাই সহশিল্পীদের অনেক সহযোগিতা করে। নাটকটির গল্প কমেডি ধাঁচের ফ্লেভার হলেও সুন্দর একটি গল্পের নাটক। আশা করছি দর্শক প্রথম নাটকটি পছন্দ করবে।’ জানা গেছে, খুব শিগগিরই নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
Leave a Reply