‘সাউন্ডটেক’র ব্যানারে শনিবার মুক্তি পাচ্ছে কে.এম. বাসারের পঞ্চম মৌলিক গান ‘তুমি কি আমারই মত’ নতুন গানের মিউজিক ভিডিও। গানের কথা ও সুর করেছেন সোহাগ আহম্মেদ, সংগীত আয়োজন করেছেন স্টুডিও আরিফিন সজল। এতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। তার বিপরীতে রয়েছেন জান্নাত আফরিন।
বাসার তার গানের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চান। তিনি ছোটবেলা থেকেই গান করছেন। বলতে গেলে গানের প্রতি নেশা থেকেই তার গানের প্রতি এতোটা টান। তার ওস্তাদ সোহাগ আহম্মেদ ও এ. এস. আরিফিন সজল।
Leave a Reply