জন্মদিন মানেই বিশেষ দিন। এই দিনটিতে সবাই কাটাতে চান পরিবার ও বন্ধুদের সঙ্গে। তবে পরীমনি একটু ব্যতিক্রম। আজ শনিবার তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটি কাটাবেন পথশিশুদের সঙ্গে। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করবেন তিনি, আলাপকালে এমনটাই জানান ঢাকাই সিনেমার ডানাকাটা পরী। ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি। বর্তমান সময়ের নায়িকাদের মধ্যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। নামের সঙ্গে চেহারার মিল আছে বলেই অল্প সময়ে চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। বিশেষ এই দিনটি ঘিরে প্রতিবারই বিশেষ আয়োজন করে থাকেন এ নায়িকা। তবে করোনার কারণে এবারের প্রেক্ষাপট ভিন্ন। তাই প্রথমে এবারের জন্মদিন উদযাপনের কোন ইচ্ছাই ছিলো না তাঁর। কিন্তু মানসিক প্রশান্তির কারণে একটি আয়োজন করেছেন তিনি।
এ ব্যাপারে পরীমনি বলেন, জন্মদিন সবার জীবনে বিশেষ একটি দিন। এই দিনটি সব সময় চেষ্টা করি একটু আলাদা ভাবে পালন করতে। এবারের জন্মদিনটা উদযাপনের কোনো ইচ্ছাই ছিলো না। সবমিলিয়ে দেখলাম স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা যেতেই যারে। রাত বারোটায় কাছের মানুষদের নিয়ে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর শুরু করি। সকালে সদরঘাটে অবস্থিত একটি এতিমখানায় এতিম শিশুদের সাথে কিছু সময় কাটাবো। প্রতিবছরই আমার জন্মদিনে একটি ড্রেস কোড বা থিম রাখি। এবারও সেই ধরনের একটা ভাবনা রেখেছি। জন্মদিনে প্রকৃতিকে ভালোবেসে সবুজ রঙকে প্রধান্য দিয়ে আমার জন্মদিনের ড্রেস কোড থিম সাজিয়েছি। জানা গেছে, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই আলোচিত অভিনেত্রীর জন্মদিনের আয়োজন রাখা হয়েছে। পরীমনি শেষ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শূটিং। শীঘ্রই শূটিং শুরু করবেন ইফতেখার শুভর সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’। মুক্তির অপেক্ষায় আছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’।
Leave a Reply