মাহফুজা মম এই সময়ের নারী সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন গায়িকা। তার কন্ঠে উঠে এসেছে বেশ কিছু গান। এসব গান দারুণ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। ইতিমধ্যে তিনি দেশ ও দেশের বাইরের স্টেজ শোতে নিজেকে পরিণত করেছেন একজন জনপ্রিয় সঙ্গীত তারকা হিসেবে। দিনাজপুরের মেয়ে মাহফুজা মমর আজ জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর কেক কেটে শুরু করেন। সন্ধ্যায় একটি পাঁচ তারকা হোটেলে কাছের কিছু মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। মাহফুজা মম বলেন, করোনার জন্য দীর্ঘদিন কাজহীন ছিলাম। বিদেশে বেশ কিছু স্টেজ শো করার কথা ছিল যা করোনার কারনে বন্ধ হয়ে যায়। ছোটবেলার জন্মদিন অনেক আনন্দের ছিল। বড় হয়ে গেলে জন্মদিন আর আনন্দের থাকে না। কাছের কিছু মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করব।
গায়িকা মাহফুজা মম নিজের সঙ্গীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাকির ফসল, স্বপ্ন, দাও ভালবাসা, আনার কলি, মন বুঝিস না তুই, ইচ্ছে ইত্যাদি। এসব গানের পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি। অডিও, প্লেব্যাক, স্টেজ শো এর বাইরে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত মিউজিক্যাল শো করেছেন স্টেজ মাতানো এই সঙ্গীত তারকা। বিদেশের মাটিতে তিনি আমেরিকা, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, ভারত, চীন, আরব আমিরাত, লেবানন, ইংল্যান্ড, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ ২৬ টি দেশে স্টেজ শো করেছেন। বিদেশের মতো দেশের স্টেজ শোতেও তিনি দর্শকপ্রিয় একজন সংগীত শিল্পী।
Leave a Reply