প্রথমবারের মতো অ্যাকশন নির্ভর ওয়েব চলচ্চিত্র নির্মাণ করলেন কোরিওগ্রাফার হাবিব রহমান। শিরোনাম ‘মাফিয়া গ্যাং’। আজ বিকাল পাঁচটায় কন্ঠমণি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে এক ঘন্টা দৈর্ঘ্যের ওয়েব চলচ্চিত্রটি। ‘মাফিয়া গ্যাং’-এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিব নিজেই। ক্যামেরায় কাজ করেছেন রানা শেখ। ছবিটি প্রযোজনা করেছে কণ্ঠমণি মাল্টিমিডিয়া। প্রথম ছবিতে কাজের জন্য তিনি বেছে নেন ডন, এস এম তুষার, সাইফ চন্দন, জাহিদ ইসলাম, এইচকে স্বাধীনসহ অভিনেতা-কলাকুশলীদের।
এ প্রসঙ্গে স্বাধীন বলেন, গল্পটি সমসাময়িক এবং সুন্দর একটি গল্প দর্শক পর্দায় দেখতে পাবে। সবাই অনেক কষ্ট করে কাজটা করেছি। সবারই চরিত্রে একটা ভ্যারিয়েশন আছে। আমিও এই গ্রুপের একজন মাফিয়া। আশা করি ওয়েব চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।
Leave a Reply