সব জল্পনা-কল্পনা আর অপপ্রচারের জাল ছিন্ন করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইভ্যালি নিবেদিত আজ রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে এ বছরের সেরা আলোচিত টেলিভিশন কাহিনীচিত্র ‘বিজয়া’। এতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, ইরফান সাজ্জাদ, অনামিকা জুথি প্রমুখ। শোয়েব চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেন আবু হায়াত মাহমুদ।
এর আগে মুক্তি প্রতীক্ষিত ‘বিজয়া’ কাহিনীচিত্রে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ চারজনকে আইনি নোটিশ পাঠায় লিটন কৃষ্ণদাসের পক্ষে আইনজীবী সুমন কুমার রায়। তার আগে ‘বিজয়া’ টেলিভিশন কাহিনীচিত্রকে কেন্দ্র করে কিছু ‘দুর্বৃত্ত’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে (সদানন্দ দাস মুন্সি, দেবু কর্মকার, অরূপ বণিকসহ আরো অনেকই) এই গল্পের লেখক সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী, নির্মাতা আবু হায়াত মাহমুদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ সংশ্লিষ্টদের হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ প্রসঙ্গে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও মো. তাজুল ইসলাম বলেন, ‘অবশেষে আজ দীপ্ত টিভিত প্রচার হচ্ছে বহুল আলোচিত ‘বিজয়া’ কাহিনীচিত্র। অশেষ ধন্যবাদ ডিরেক্টরস গিল্ডকে মূল্যবান পরামর্শে অবশেষে এ বছরের সেরা আলোচিত শারদীয় দুর্গাপূজার বিশেষ টেলিভিশন ফিকশন প্রচারিত হচ্ছে। আশা করছি কাহিনীচিত্রটি প্রচারের মধ্যে দিয়ে সকলের ভুল ধারনা অবসান হবে।’
Leave a Reply