এই সময়ের চলচ্চিত্রে পরিচিত মুখ আইরিন সুলতানা। ঢালিউডে নিজের শক্ত অবস্থান গড়ার জন্য প্রতিনিয়ত তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে বিভিন্ন ছবিতে কাজ করছেন। র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে আসেন তিনি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন আইরিন। তারই ধারাবাহিকতায় এবার হাসপাতালের একটি বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। এটি নির্মাণ করেছেন রাজীব রসুল। গত সপ্তাহে হাসপাতালটিতে এর দৃশ্য ধারণের কাজ হয়েছে। খুব শীঘ্রই এটি অনলাইনে প্রচার হবে বলে জানান আইরিন।
চিত্রনায়িকা আইরিন বলেন, এর আগে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছি। এবারই প্রথমবার কোন হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হলাম। হাসপাতালটি দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দিয়ে তাদের সুচিকিৎসা দেবে। দেশে এ ধরনের হাসপাতাল খুব সম্ভবত এটাই প্রথম। আইরিন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’, বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ও রাজা দীপ্ত ব্যানার্জি পরিচালিত ‘শিবারাত্রি’ সিনেমা তিনটি।
Leave a Reply