১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। দেশের বৃহৎ এই সাংস্কৃতিক সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার।এদিন বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনটি। এবারের আয়োজনের স্লোগাণ- ‘দূর কর দুঃশাসন দুরাচার- জনতা জেগেছে যে দুর্বার’। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। আয়োজনে থাকবে প্রতিবাদী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও পথ নাটক।
আলোচনা পর্বে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরী গায়েন, মোহাম্মদ তানজীম উদ্দীন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং উদীচীর বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ড. সফিউদ্দিন আহমদ।
Leave a Reply