রাজধানীতে থিয়েটারের ভিতরেই ১৩ বছর বসয়ী এক শিশু থিয়েটারকর্মীকে গণধর্ষণের অভিযোগে থিয়েটার প্রধানসহ দুই জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পিদিম থিয়েটারের প্রধান ফজলুল হক ও নির্দেশক আক্তার হোসেন।
আদাবর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদি হাউজিং সোসাইটিতে অবস্থিত পিদিম থিয়েটারে যান ওই থিয়েটারকর্মী। এ সময় কৌশলে একটি রুমে নিয়ে ওই থিয়েটারকর্মীকে ধর্ষণ করে ফজলুল হক। পরে আক্তার হোসেনও তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই দিন রাতেই থিয়েটারকর্মীর বোন বাদি হয়ে আদাবর থাকায় একটি মামলা (নং ২৪/২০২০) দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ থিয়েটার প্রধান ফজলুল হক ও নির্দেশক আক্তার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ২১ আক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply