রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
Uncategorized

প্রকাশ্যে এলো মীমের ব্যক্তি জীবনের কথা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে। করোনার পর ফিরে আগামী ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর আর নতুন কাজে যুক্ত হতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মীম ফুডপ্যান্ডার আয়োজনে ‘ফর দ্য লাভ অফ ফুড’র দ্বিতীয় পর্বে ভিন্ন ধারার চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। এই পর্বে মীম অভিনয়ের পাশাপাশি রান্নাতেও যে সে পারদর্শী তা দেখিয়েছেন। বৃহস্পতিবার এনটিভির পর্দায় প্রচারিত ফুডপ্যান্ডা’র ফর দ্য লাভ অফ ফুড শো-তে রান্নার পাশাপাশি তার ব্যক্তি জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মীমের সাথে শো-টিতে অংশ নিয়েছেন স্ট্রিট ওভেনের স্বত্ত্বাধিকারী দম্পতি আশিকুর রহমান ও সামিরা তারিন। সামিরা তারিনকে অনুসরণ করে মীম বিশেষ ধরনের রোল তৈরি করেন। এখন থেকে মীম এবং স্ট্রিট ওভেন দম্পতির তৈরি বিশেষ রেসিপির দারুণ এই রোলটি শুধুমাত্র ফুডপ্যান্ডার অ্যাপে পাওয়া যাবে।

শো সম্পর্কে বিদ্যা সিনহা সাহা মীম বলেন, ‘রান্না’র বিষয়ে খুবই আগ্রহী। সে জায়গা থেকে অবসর সময়ে নিজে রান্না করার চেষ্টা করি। আর এ শো-তে এসে ডিশটি তৈরি করার সাথে আমার দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে নানা বিষয় শেয়ার করেছি। আশা করি বিষয়টি আমি যেমন উপভোগ করেছি, তেমনি তারাও বেশ উপভোগ করবে।’

মীম এবং স্ট্রিট ওভেন দম্পতির তৈরি মুখে জল আনার মতো নস্টালজিক চিকেন চীজ শর্মা ৫০% ছাড়ে স্ট্রিট ওভেনের আউটলেট থেকে উপভোগ করা যাবে শুধুমাত্র ফুডপ্যান্ডা অ্যাপে। শো’তে এই অভিনেত্রী কিছু র‍্যাপিড-ফায়ার প্রশ্নে চপচপ উইথ বিদ্যা সিনহা মীম অংশের উত্তর দিয়েছেন। এ সময় ছিল তার কিছু বিশেষ পারফরম্যান্স এবং কথা বলেছেন নিজের পছন্দ-অপছন্দের বিষয় নিয়ে। এছাড়া এই শোতে মীম ভক্তরা শুধু তারকা নয় বরং ব্যক্তি মীমের লাইফস্টাইলকে বেশি জানার সুযোগ পেয়েছেন। এখানে তিনি তার জীবন, কাজ এবং চারপাশের নানান বিষয় কিভাবে সামাল দিয়েছেন এগুলো নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

মীমের ব্যক্তি জীবনের অপ্রকাশিত কথা জানতে হলে ভিজিট করতে হবে ফুডপ্যান্ডার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। স্ট্রিট ওভেনের মালিক দম্পতি আশিকুর রহমান ও সামিরা তারিন বলেন, ‘এ রকম অসাধারণ একটি শো নিয়ে আসার জন্য এবং পার্টনার হিসেবে আমাদের প্রচেষ্টা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য ফুডপ্যান্ডাকে ধন্যবাদ জানাই। তবে আমাদের জন্য এই শো’টি বিশেষ হয়ে উঠার অন্যতম কারণ, আমরা আমাদের ভীষণ পছন্দের একজন তারকার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ