দীর্ঘ বিরতি শেষে অবশেষে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘হিট’ দিয়ে ফিরলেন তিনি। আজ (১ নভেম্বর) থেকে এর শুটিং শুরু হয়। নানা কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেতা। ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন প্রমুখ।
টিভি ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। অভিনেতার বাইরেও তিনি একজন গায়ক। পেশায় ছিলেন সামরিক কর্মকর্তা। এরপর নিজেকে যুক্ত রেখেছিলেন সাংবাদিকতায়। সব কিছু ছাপিয়ে অভিনয়ের দক্ষতায় পর্দায় জয় করে নিয়েছেন অগণিত দর্শকের হৃদয়। পর্দায় তিনি জাহির মানেই যে দর্শক মনে এক নতুন উন্মাদনা। মাঝে কয়েকবার ফেরার কথা থাকলেও ফেরা হয়নি তাঁর। অবশেষে আড়াল ভেঙ্গে ফিরলেন তিনি।
Leave a Reply