দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। শুরুটা ভালো হলেও ক্যারিয়ারের স্বর্ণালি সময় থেকেই কাজে অনিয়ম শুরু করেন এই তারকা। শুটিং সেটে দেরি করে যাওয়া, সিডিউল ফাঁসানো, কথা দিয়ে কথা না রাখাসহ অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এ নিয়ে বহুবার সমালোচিতও হয়েছেন তিনি। ফলে নির্মাতারা তার উপর আর আস্থা রাখতে পারছে না। দর্শকরাও তাকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছেন। ক্যারিয়ারে সারিকার যখন স্বর্ণালি সময় ঠিক তখন হুট করেই বিয়ে, এরপর সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরপর দীর্ঘ বিরতি। তারপর সংসার জীবনের বিচ্ছেদ। এরপর আবারও ফিরে আসা। কিন্তু এই ফিরে আসা বেশিদিন স্থায়ী হয়নি। আবারও নিজেকে অবরুদ্ধ করে ফেলেন তিনি। এ সময়ে কেউই আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও অভিনয়েও প্রশংসিত সারিকা। এখন মডেলিং ও অভিনয়-দুই মাধ্যমেই প্রতিষ্ঠিত তিনি। এ সবের পাশাপাশি নতুন এক আঙিনায় পদার্পণ করছেন সারিকা। আজ থেকে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটির নাম ‘আমার আমি’। এটি বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান। এর আগে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলা। তিনি বিয়ের পর থেকে অনুপস্থিত রয়েছেন। তার স্থলাভিষিক্ত হলেন সারিকা। আজকের পর্বে সারিকার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা নিলয় আলমগীর ও শ্যামল মাওলা। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।
Leave a Reply