নাটক দিয়ে যাত্রা শুরু হলেও বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেতা তুহিন চৌধুরী। ১৯৯১ সালে কায়েস চৌধুরী পরিচালিত ‘নিরাপদ সড়ক চাই’ নাটকে অভিনয় দিয়ে নজর কাড়লেও শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তবে বর্তমানে নাটকের চেয়ে বিজ্ঞাপনেই বেশি দেখা যায় তাঁকে। পারিবারিক ব্যবসার কারণে লম্বা সময় মেলে না তুহিনের। পেশা যা-ই হোক, অভিনয় তাঁর নেশা। সারাক্ষণ বিভিন্ন ভঙ্গি নিয়ে ভাবেন। বিজ্ঞাপনগুলোতে তাঁর অভিব্যক্তি দেখে চমকে যান অনেকেই।
সম্প্রতি তুহিন চৌধুরী বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। যা পর্যায় ক্রমে টেলিভিশনে প্রচার শুরু হবে। বিজ্ঞাপন গুলো হচ্ছে নাফিজ রেজার ‘প্রাণের ঘি’, মাসুদ জাকারিয়া সাবিনের ‘ভিশন টেলিভিশন’, গোলাম সারোয়ার ফারুকীর ‘টাইগার এনার্জি ড্রিংকস’।
তুহিন অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা নাটকগুলোর মধ্যে রয়েছে সীমান্ত সজলের ‘আৎকা অতিথি’, অনিক বিশ্বাসের ‘হাউজ সিক্সটি নাইন’ ও ‘ধারাপাত’, ফারুক হোসেনের ‘আমাদের বউ’, সাদেক সিদ্দিকীর ‘জামাই রাজা’, জাকিউল ইসলাম রিপনের ‘আমি খুব বিরক্ত’। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। চলতি ধারাবাহিক নাসির উদ্দিন মাসুদ পরিচালিত একুশে টেলিভিশনে ‘সুলতান ভাই’।
তুহিন বলেন, ‘বর্তমানে বিজ্ঞাপনেই বেশি কাজ করছি। আমরা যারা অভিনয় করি, সবাই চলচ্চিত্রে কাজ করতে চাই। যে কারণে চলচ্চিত্রের জন্য ডাক পেলে সময় বের করে নিই। বিজ্ঞাপন আর চলচ্চিত্রেই মূলত বেশি সময় দিচ্ছি। আরো কয়েকটি চলচ্চিত্রে কাজ করছি। কিছুদিনের মধ্যে আরো খবর দিতে পারব।’
Leave a Reply