ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শিমলা। অভিষেকেই বাজিমাত করেছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এ চিত্রনায়িকা। দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেত্রী। নতুন খবর হলো- বিয়ের জন্য পাত্র খুঁজছেন সিমলা। সম্প্রতি দেশীয় একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মনের মতো পাত্র পেলে বিয়েটা সেরে ফেলব। বিয়ে তো করতেই চাই। পরিবার থেকে পাত্র খোঁজা চলছে। আমার মন বোঝে, এমন পাত্র পেতে হবে। প্রায় বছর দুয়েক আগে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন সিমলা। উদ্দেশ্য ছিল ঢালিউড ছেড়ে বলিউডে স্থায়ী হওয়া। করোনার প্রকোপে সে স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে সিমলার। গত মাসের মাঝের দিকে দেশে ফিরেছেন তিনি। মুম্বাইয়ের মীরা রোডের বাড়ি ছেড়ে বর্তমানে রাজধানীর মালিবাগের একটি বাড়িতে থাকছেন আলোচিত এ অভিনেত্রী।
১৯৯৯ সালে সিমলা পা রাখেন রূপালি পর্দায়। তার প্রথম চলচ্চিত্র ‘ম্যাডাম ফুলি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া সিমলা অভিনয় করেন ‘গঙ্গাযাত্রা’, ‘সমাধি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘নাইওর’ সহ প্রায় ৩৫টি সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে সিমলা অভিনীত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমাটি। ২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত ছবিটির শুটিং। কিন্তু ২০২০ সালে এসেও আলোর মুখ দেখেনি ছবিটি। আদৌ দেখবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।
Leave a Reply