অভিনেতা তমাল মাহবুব অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই নাটক নির্মাণ করেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মাণ করেছেন একক নাটক ‘লাজুক দুলাভাই’। আরিফুর রহমান নিয়াজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা তমাল মাহবুব। এতে লাজুক দুলাভাই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান। তার বিপরীতে ছিলেন মডেল-অভিনয়শিল্পী জান্নাত রুপু। আরও অভিনয় করেছেন পীরজাদা হারুন, রেশমী, নিয়াজ, তমা, মিথিলা নওরীন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা তমাল মাহবুব।
নাটকটি নিয়ে তমাল মাহবুব বলেন, ‘এলাকার এক সুন্দরীকে বিয়ে করেন সাইফ খান। তিনি শ্বশুর বাড়ি গিয়ে লজ্জা পান। তাকে নিয়ে সবাই মজা করে। এভাবেই হাস্যরসে ভরপুর নাটকের গল্পটি। নাটকের শেষের দিকে সামাজিক কিছু বার্তা রয়েছে। এতে সমাজের বিভিন্ন সমস্যা ফুটে উঠবে। পারিবারিক সমস্যার সমাধান কিভাবে করা যায় তাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’
Leave a Reply