আজ রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচার হবে ফ্যাক্টর থ্রি সল্যুশনস প্রযোজিত ও পরিবেশিত ইভ্যালি নিবেদিত একক নাটক ‘লও ঠ্যালা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনামিকা জুথি, সিয়াম নাসির, তালহা খান, সুবর্ণা সহ আরও অনেকে। চ্যানেলে প্রচারের পর আগামীকাল দুপুর ২ টায় দৃশ্যপট ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।
এ প্রসঙ্গে অনামিকা জুথি বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে পরিবারের মতে আমার বিয়ে হয় ঠিক হয় সিয়াম নাসিরের সাথে। কিন্তু সিয়াম অন্য কেউর সাথে প্রেম করে। শাহেদ ভাই ও তালহাকে ম্যানেজ করা হয় যে তারিখে বিয়ে ঠিক হয়েছে ওই তারিখেই আমার বিয়ে হতেই হবে। কারণ বিয়ের সব প্রস্তুতি শেষ। পরে অনেক ভেবে তারা সিদ্বান্ত নেন তালহার সাথে বিয়ে হবে। এদিকে তালহা ভেবে রেখেছেন জীবনে কখনোই বিয়ে করবেন না। এ নিয়ে অনেক নাটকীয় কাহিনী হয় গল্পটি সামনের দিকে এগিয়ে যায়। আশা করছি হাস্যরসে ভরপুর নাটকটি সবার ভালো লাগবে।’
Leave a Reply