নতুন মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন কন্যারে খ্যাত গায়ক শান শাইক। ‘মেঘবালিকা’ শিরোনামের অন্যরকম গানটি মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রব মিউজিক স্টেশন। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শান নিজেই। মিউজিক প্রোগ্রামিং, মিক্স মাস্টার করেছেন অমিত এবং ঈশান। গানটির চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরি। আর ভিডিওতে শানের সঙ্গে অভিনয় করেছেন রিয়া।
নতুন গান প্রসঙ্গে শান বলেন, ‘আমি সব সময়ই চেষ্টা করি নিজেকে ভাঙতে। এই গানটিতেও সেরকম চেষ্টাই করেছি। আশা করছি শ্রোতা দর্শকরা আমাকে একেবারে অন্যরকমভাবে আবিষ্কার করবেন।’ এদিকে আসছে নতুন বছরে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শানের একাধিক গান বের হবে বলে জানান শান। এর বাইরে শানের সুর ও সংগীত পরিচালনায় বেশ কিছু শিল্পীর গান তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply