‘আকাশ কুসুমে’র নায়ক জীবনের বেলাশেষে চলে গেলেন অতল মৃত্যুর আহ্বানে! বাঙালি হারাল এ সময়ের এক অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। প্রায় সাত দশকের দীর্ঘ ফিল্ম-কেরিয়ার সৌমিত্রের। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। বাঙালির অন্যতম প্রিয় নায়ক। উত্তমকুমারের প্রতিস্পর্ধী এক অভিনেতা। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটা যুগ। গোটা শহর আজ শোকার্ত। শোকমগ্ন টালিগঞ্জ, ঢালিউড। শোকাভিভূত বাঙালি সিনেমাপ্রেমীরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
তিনি লিখেছেন- সৌমিত্রদা একটা ইতিহাস ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার সহ শিল্পী হিসাবে দাদাকে পেয়েছিলাম। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম আমাকে বলতো কিরে কি দেখছিস আমি বলতাম দাদা তোমাকে দেখি। আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার আমার জীবন সার্থক। সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি উনি আমাকে ডাকলেন বললেন, কিরে তোর মাথায় কিছু নেইরে শুধু গোবর, আমি লজ্জায় মাথানত করতাম। অভিনয় করার সময় শুধু পানি খেতাম আমাকে বলতো কিরে এত পানি খাচ্ছিস কেন, কোন সমস্যা আমি বলতাম না দাদা তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায় অট্টহাসি দিত এবং আদর করত। অনেক বছর গ্যাপ, খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব আর হলো না দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা।
Leave a Reply