ঋতুবদলে আসছে শীত। এরইমধ্যে নগর জুড়ে শীতের আমেজ চলে এসেছে। সন্ধ্যা নামলেই কুয়াশা নামে রাজধানীর বুকে। শীতের আগমনী বার্তায় এবারের হাল ফ্যাশনে পরিবর্তন এসেছে। এই শীতে ফ্যাশনে এসেছে অনেক পরিবর্তন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে স্টাইলিশ পোশাকের কদর অনেক বেড়েছে। বর্তমানে তরুণদের কাছে দেশীয় পোশাক যেমন পছন্দের, একই সঙ্গে তারা পছন্দ করেন স্টাইলিশ পোশাকও।
বর্তমান ফ্যাশনের কথা চিন্তা করে এবার বিভিন্ন প্রতিষ্ঠান পোশাক নিয়ে এসেছে বাজারে। এর মধ্যে আছে, শার্ট, এথনিক টপস, বিশেষ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লোন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, ছেলে মেয়েদের জিনসের পোশাক ও পোলো টি শার্ট। আপ এন্ড টপ শীত পোাশাকে নতুনত্ব এনেছে। সম্প্রতি তাদের নতুন পোশাকে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও মডেল নূর। পিঙ্ক মি আপ এর মেকআপে ক্যামেরায় ছিল ড্রিমস ইভেন্ট ফটোগ্রাফি।
Leave a Reply