মজনু মামা পাশের ফ্লাটের ইংকিকে ভালোবাসে। ইংকির দু’চোখের বিষ মজনু মামা। একদিন মজনু মামা আনারস খাওয়ার পর এক গ্লাস দুধ খেয়ে ফেলে। আনারস খেয়ে দুধ খেলে নাকি মানুষ মারা যায়- এমন বিশ্বাস করে তারা। এথচ এটা তারা জানত না যে আনারস খেয়ে দুধ খেলে পেটে বিষক্রিয়া কাজ করে, মানুষ মারা যায় না। একটু চিকিৎসা নিলেই হয়। মজনু মামাকে নিয়ে শুরু হয়ে যায় মহা তুলকালাম। এসব হাস্য রসের বিষয় নিয়েই গড়ে উঠেছে ‘মজনু মামা ডট কম’ নাটকের কাহিনী।
আহমেদ ফারুক এর রচনায় এটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। মজুনু মামা চরিত্রে অভিনয় করেছে আ খ ম হাসান, ইংকি চরিত্রে ঊর্মিলা শ্রাবন্তী কর। আরও অভিনয় করেছে দিলু মজুমদার, ফারজানা জয়া, সালমান শাহরিয়ার, আকলিমা লিজা, হীরা, রফিক, সিব্বির প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল। নির্মাতা জানান, খুব শীঘ্রই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
Leave a Reply