ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। নাম ‘হেট ইউ করোনা’। মুরসালিন শুভর গল্পে নাটকটি পরিচালনা করেছেন আর এস মজুমদার।
গল্পে দেখা যাবে, করোনাকালীন লকডাউনে সবাইকে ঘরে বন্দী থাকতে হয়। কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ। এমন অবস্থায় প্রেমিক-প্রেমিকার করোনাকালীন দিন কেমন কেটেছে? যে হৃদয় হাতে হাত রেখে হাঁটতে চায় সে হৃদয় কি ভার্চুয়াল সাক্ষাতে খুশি হতে পারে? প্রেমিক-প্রেমিকার নানান চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে।
এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, প্রেমের নানা চিত্র এখানে ফুটে উঠেছে। বেশ মজার একটি নাটক। দর্শক নাটকটি দেখে বিনোদিত হবেন। জানা গেছে, আগামী ২১ নভেম্বর দুপুর ২টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
Leave a Reply