করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। গত বুধবার জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি। জানা যায়, আগে থেকেই বেবী নাজনীনের কিডনিজনিত সমস্যা ছিল। ১৮ নভেম্বর (বুধবার) জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে তার।
বেবী নাজনীন ‘এলোমেলো বাতাস’, ‘ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’ সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছন। বেবী নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply