বর্তমান সময়ের তরুণ টিভি অভিনয় শিল্পীদের মধ্যে অন্যতম তৌসিফ মাহবুব ও সাফা কবির। এ জুটি নিয়ে অসংখ্য দর্শকপ্রিয় নাটক তৈরি হয়েছে। সম্প্রতি জুটি হয়ে কাজ করেন ‘টুরু লাভ’ শিরোনামের একটি একক নাটকে। রুপান্তরের রচনায় যৌথ ভাবে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাটকটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোর্শেদ, সুবর্ণা সিকদার, পলক রহমান, মন আহমেদ, অনিক হুমায়ুন, রাজীব নটরাজ প্রমূখ।
পরিচালক জানান, রোমান্টিক কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুরু লাভ’। নাটকে সাফাকে চারটি ভিন্ন লুকে দেখা যাবে। খুব শীঘ্রই নাটকটি গানের ডালির নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়াও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
Leave a Reply