সরকার মিডিয়ার ব্যানারে আগামী মাসের প্রথম সপ্তাহে শুটিং হবে লিটু করিম এর রচনা ও পরিচালনায় নাটক ‘স্বপ্নে দেখা স্বপ্ন’। এ নাটকে সাতটি চরিত্রে একাই অভিনয় করবেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। বাংলাদেশে এই প্রথম কোন অভিনেতা একই নাটকে সাত চরিত্র অভিনয় করবেন। ফজলুর রহমান বাবু বলেন, এ নাটকের গল্পটি গতানুগতিক গল্পের বাইরে। অনেক পরিশ্রম করতে হবে এ নাটকে কাজ করতে। গল্পের কারনেই এ নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। ঠিকঠাক মত কাজটা করতে পারলে আমি আশাবাদী নাটকটি দর্শক নন্দিত হবে।
লিটু করিম বলেন, আমি সব সময়ই গল্পে ভিন্নতা আনতে চাই। কখনো সফল হই কখনো হই ব্যর্থ। সব কাজই মন দিয়ে করার চেষ্টা করি। এটাও করবো। এ নাটকে আর কারা কাজ করছে জানতে চাইলে লিটু করিম জানান, সেটা এখনো ফাইনাল হয়নি। তবে দর্শকদের প্রিয় মুখ গুলোই থাকবে। নাটকটি বাংলাদেশের জনপ্রিয় একটি চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply