সুন্দরী গ্ল্যামার গার্ল রাহা তানহা খান। মডেলিং, টিভি ও চলচ্চিত্রের ব্যস্ত অভিনয়শিল্পী। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ওয়েব সিরিজে কাজ করছেন। সম্প্রতি এ সুন্দরী নায়িকা একটি ওয়েব চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘কর্পোরেট’ শিরোনামের ওয়েব ছবিতে অভিনয় করবেন তিনি। ফেরারী ফরহাদ এর সংলাপ ও চিত্রনাট্য ওয়েব ছবিটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান। আগামীকাল (৩০ নভেম্বর) থেকে ওয়েব চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে দৃশ্যধারণ।
ছবিটি নিয়ে উচ্ছ্বসিত রাহা তানহা খান। তিনি জমজমাটকে বলেন, ‘চমৎকার একটি গল্প নিয়ে ওয়েব সিনেমাটি। ‘কর্পোরেট’ গল্প নির্ভর একটি সিনেমা। আমার চরিত্রটিও চমৎকার। মারিয়া চরিত্রে অভিনয় করছি। আশা করি কাজটি ভালো লাগবে সবার।’
সম্প্রতি রাহা শেষ করেছেন ওয়েব সিরিজ ‘মাফিয়া’। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর ‘ব্ল্যাক লাইট’ সিনেমার প্রথম লটের কাজ শেষ করেন। এছাড়া ‘ওস্তাদ’ সহ আরও বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ হাতে আছে বলে জানান।
Leave a Reply