ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে। গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর ‘পরিচয়’ হয়। দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের। কিন্তু দুই বছর না যেতেই তাদের বিচ্ছেদ হয়। বিয়ের পরই গুঞ্জন ছিল অপু ও ফারিয়া আলাদা থাকছেন। তাদের সম্পর্কে ফাঁটল ধরেছে। সেই গুঞ্জন ডালপালা মেলে তবে সে সময় তার সত্যতা না পাওয়া গেলেও সম্প্রতি বিচ্ছেদ এর কথা ফারিয়া নিজেই জানান। গত শুক্রবার বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লম্বা দুইটি স্ট্যাটটা দিয়ে বিবাহ বিচ্ছেদের কারণ জানিয়েছেন তিনি। এবার ফেসবুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। রবিবারের পর থেকে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ভেরিফাই ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়নি। তবে কি তিনি তার ফেসবুক আইডি ডি-এ্যাকটিভ করে দিলেন?
রবিবার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ফারিয়া লিখেন, তার মানে কি দাঁড়ালো, মানুষ ব্লেইম গেইম, গালি-গালাজ, মানুষকে ছোট করা পছন্দ করে! বিচ্ছেদ কেন সুন্দর হবে! কেন বলবে আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবে! তিনি আরো লিখেছেন, প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সম্মান দিয়ে, ভালবাসার সাথে শেষ হতে পারে। আমার কষ্ট, আমার অভিমান সব আমার কাছেই থাক। এবং মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ কখনোই পছন্দ করেন না।
Leave a Reply