সুন্দরী, সুকন্ঠী দর্শকপ্রিয় সংগীত শিল্পী বেলী আফরোজ। ২০১২ সালে পাওয়ার ভয়েস প্রতিযোগীতার মাধ্যমে শিল্পী স্বীকৃতি পান তিনি। ওই প্রতিযোগীতায় চতুর্থ হয়ে ছিলেন বেলী। ২০১৫ সালে প্রকাশ করেছেন ‘বেলী’ নামে নিজের প্রথম এবং একমাত্র অ্যালবাম। এছাড়া নিয়মিতই অডিও ও সিনেমাতে গান করে আসছেন তিনি। আজ সংগীত শিল্পী বেলী আফরোজের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা পাচ্ছেন তিনি। রাত বারোটায় বেলীর পরিবার কেক কেটে জন্মদিন প্রথম প্রহর শুরু করেন।
বেলী আফরোজ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে জন্মদিন একটি বিশেষ দিন। প্রতি বছর এই দিনটির অপেক্ষা থাকি। সবার দোয়া আর ভালোবাসায় আজকের বেলী আফরোজ হয়েছি। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। জন্মদিন উপলক্ষে স্থাস্থ্যবিধি মেনে সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবো।’
Leave a Reply