ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ শ্বশুরবাড়ির সবারই করোনা পজিটিভি। এই তথ্য তৌসিফ নিজেই নিশ্চিত করলেন। মঙ্গবলবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ। সেখানেই তিনি জানান করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি।
‘করোনা পজিটিভ’ পোস্ট দেওয়ার দেড় ঘণ্টার মাথায় কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকায় শুটিং করেছেন। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বুধবার দিনভর গণমাধ্যমকর্মীদের ফোন উপেক্ষা করেন। তবে রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধ্য হন। তার দাবি তিনি করোনায় আক্রান্ত নন। সমবেদনা পাওয়ার জন্যই তিনি নিজেকে করোনা আক্রান্ত উল্লেখ করে পোস্ট দিয়েছেন।
সস্ত্রীক করোনা আক্রান্ত মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে এমন পোস্ট দেওয়ার পরে সন্ধ্যায় শুটিং করতে দেখা যায় তৌসিফ মাহবুবকে। পরে বিষয়টি জানতে তৌসিফকে ফোন দেওয়া হলে তিনি গণমাধ্যম কর্মীদের উপেক্ষা করতে থাকেন। বিভিন্ন সময় ফোন ওয়েটিং থাকলেও গণমাধ্যমকর্মীদের ফোন ধরছিলেন না। এমনকী বিস্তারিত লিখে মেসেজ পাঠালেও উপেক্ষা করে যাচ্ছিলেন। অবশেষে রাতে জানালেন তিনি বুধবার (২ ডিসেম্বর) করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছেন। নেগেটিভ। তবে তাঁর স্ত্রী পজেটিভ। তৌসিফের এমন ঘটনায় বিব্রত শিল্পীরা।
Leave a Reply